সাবেক কৃষিমন্ত্রী গ্রেফতারে কমলগঞ্জে আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ৮:১৬:৫১ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদকে ঢাকার উত্তরার নিজ বাসভবন থেকে গ্রেফতার হওয়ার খবরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভানুগাছ বাজারে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি দুরুদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব শেখ হাবিবুর রহমান লোমান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হক রাফাত ও সদস্য সচিব সুজেদ আলীর নেতৃত্বে এসময় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ করেন এবং পরে মিষ্টি বিতরণ করা হয়েছে।