ফেঞ্চুগঞ্জে প্রবাসী ছাত্রশিবির নেতা মো: শাহাব উদ্দিনের বাড়িতে পুলিশের অভিযান
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৭:২৮:২০ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জের ফরিদপুর গ্রামে প্রবাসী ছাত্রশিবির নেতা মো: শাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বিকেলে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায়। তবে পুলিশ তাকে আটক করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৪টার দিকে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ছাত্রশিবির নেতা মো: শাহাব উদ্দিনকে আটক করতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায়। প্রায় ১ ঘন্টা যাবত পুলিশ বাড়িতে তল্লাশী করে।
ছাত্রশিবির নেতা মো: শাহাব উদ্দিনের পুত্র সাইদ-আল-শামসুদ্দীন অভিযোগ করেন, পুলিশ বাড়িতে ঢুকে শাহাব উদ্দিনকে খুঁজতে থাকে। তার বাবা শাহাব উদ্দিন ঘরে নেই জানালে তারা সারা ঘরজুড়ে তল্লাশির নামে তছনছ করে এবং অকথ্য ভাষায় পরিবারের সদস্যদের গালিগালাজ করে। এতে তিনি প্রতিবাদ করলে পুলিশ তাকে টেনে হেচড়ে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং তুলে নিয়ে কোর্টে চালান দেয়ার হুমকি দেয়। ধামকি দিয়ে যায়, শাহাব উদ্দিনকে তাদের হাতে তুলে না দিলে মিথ্যে মামলায় জড়িয়ে পরিবারের সদস্যদের জেলে পাঠাবে। তিনি আরও অভিযোগ করেন, তার বাবা শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন জেনেও পুলিশ পরিবারের সদস্যদের উপর নির্যাতন করতে এ অভিযান চালিয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ফেঞ্চুগঞ্জ থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়েছে তারা। মো: শাহাব উদ্দিন আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী। তাকে আটক করার জন্য সরকারের উচ্চ মহলের চাপ রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক রয়েছে। সব ধরনের নাশকতা এড়াতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। মামলার ওয়ারেন্টভূক্ত আসামীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসতে দেশজুড়ে অভিযান চলছে। মো: শাহাব উদ্দিনকে আটক করতে সম্ভাব্য সব জায়গায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।