বাহুবলে ভারতীয় পণ্য ও নগদ টাকা জব্দ
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৬:০১:৩২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ১১০০ বস্তা ভারতীয় চিনিসহ জিরা ও নগদ টাকা জব্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোরে উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৩৬০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের অধিনস্থ ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬০ কেজি ভারতীয় জিরা ও নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা।
অভিযান পরিচালনাকারী দলের সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার মিরপুর বাজারে মিরপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি স্থানে ভারতীয় চিনি মজুদ হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প থেকে লেফটেন্যান্ট জামিউল ইসলামের নেতৃত্বে একটি পেট্রোল দল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঘটনাস্থলে যায়। এ সময় মিরপুর বাজারের ব্যবসায়ী রহমত আলীর বাসার নিচতলার গোডাউনে প্রায় ৫শ ১৩ বস্তা ভারতীয় চিনি মজুদ করা অবস্থায় দেখতে পায় তারা। পরে গোডাউনে তল্লাশি করে ভারতীয় চিনির বস্তা এবং বিপুল পরিমাণ দেশীয় কোম্পানী ফ্রেশ ব্র্যান্ডের খালি চিনির বস্তা পাওয়া যায়। তখন গোডাউনের কর্মচারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় ভারতীয় চিনি ফ্রেস ব্র্যান্ডের চিনির বস্তায় প্যাকেট করে দেশীয় চিনি বলে বাজারজাত করা হয়।
অভিযানকালে বাজারের কাছে আরও দু’টি স্থান থেকে মোট ৩৯৯ বস্তা বস্তা ভারতীয় চিনির সন্ধান পাওয়া যায়। রহমত আলীর গোডাউনের উপরে তার বাসায় তল্লাসী চালিয়ে ৬০ কেজি ভারতীয় জিরা, নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা ও একটি টাকা গুনার মেশিন জব্দ করা হয়। অভিযানকালে রহমত আলী বাসায় ছিলেন না। অভিযানকারীরা রহমত আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে বাহুবল থানার এসআই সোহেলের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে জব্দ তালিকা তৈরি করেন। উদ্ধারকৃত চিনি, জিরা ও নগদ টাকা বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে বাহুবল মডেল থানা পুলিশ পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে ২১২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে ট্রাক চালককে আসামী করে মামলা দায়ের করেছে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।