কুলাউড়া থেকে বিদ্যুৎ শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক বদলী
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৬:০৫:২৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লাইনম্যান নেপাল আচার্যকে বদলি করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের প্রভাব খাটিয়ে চাকরি করে আসছিলেন। অবশেষে বৃহস্পতিবার তাকে সিলেটে বদলি করা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন। নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন জানান, লাইনম্যান নেপাল আচার্যকে সিলেটে বদলি করা হয়েছে। দ্রুত তাকে সিলেটে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, নেপাল আচার্য দীর্ঘ কয়েকবছর ধরে জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের প্রভাব খাটিয়ে কুলাউড়ায় চাকরি করছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগও রয়েছে। তিনি ২০১৪ সালে কুলাউড়া পিডিবিতে লাইন সাহায্যকারী হিসেবে যোগ দিয়ে আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে লাইনের ডিউটি বাদ দিয়ে অবৈধভাবে ভা-ার রক্ষকের দায়িত্ব নেন। পরে ভা-ার রক্ষকের দায়িত্বে থাকা অবস্থায় লাইন সাহায্যকারী পদ থেকে লাইনম্যানে তিনি পদোন্নতি পান।