জামালগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৬:৪৬:৪১ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী ও পরিষ্কার পরিছন্নতা অভিযান পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর। হাসিবুল হাসান বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. সামছুল হক, সমাজকর্মী মো: নুরুল হক, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রশিক্ষিত যুব ও সফল আত্মকর্মী আরিফ বাদশা, যুব সংগঠক মোহাম্মদ নবী ও আফিল মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র গণমাধ্যমকর্মী আ: আহাদ, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, তোফায়েল আহমদ, জামিরুল ইসলাম ও সামায়ুন আহমেদ প্রমুখ।