বড়লেখায় ছাত্র জমিয়তের সিরাত কনফারেন্স
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৬:৫২:৪১ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে সিরাত কনফারেন্স ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে সিরাত কনফারেন্স ও নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দীন খান।
উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফাহিম আহমদ ও সহ সভাপতি মাওলানা সাব্বির আহমদের যৌথ সঞ্চালনায় কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ মাওলানা রমিজ উদ্দিন, সহসভাপতি মাওলানা বদরুল ইসলাম, মাওলানা ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মখলিসুর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা নাসিম উদ্দিন, জেলা সভাপতি মাওলানা আল আমীন, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফরহাদ আহমদ, জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক মুফতি মাওলানা জামীল কাসিমী কাঞ্চনপুরী, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন শাহ আলম, জমিয়ত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, খেলাফত মজলিসের নেতা সিনিয়র সাংবাদিক এম.এম আতিকুর রহমান। বিজ্ঞপ্তি