রোটারি ক্লাব সিলেট সেন্ট্রালের সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৭:০৫:৩১ অপরাহ্ন
সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ বলেছেন, রোটারিয়ানরা আত্ম মানবসেবায় কাজ করে যাচ্ছেন। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নানা সময় অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন রোটারিয়ানরা। রোটারি সারা বিশ্বে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার বিকেলে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের বাস্তবায়নে ও সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে ইকনোমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট মাস উপলক্ষে প্রশিক্ষিত ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, প্লাম্বিং, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন, মোবাইল মেকানিক টুলস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ আব্দুর রহমান আরএফএসএম এর সভাপতিত্বে ও রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটাঃ মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন আরএফএসএম। স্বাগত বক্তব্য রোটাঃ পিপি ইঞ্জিঃ মনিরুল ইসলাম মনির।
উপস্থিত ছিলেন- রোটাঃ পিপি এম এ রহিম, রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম, রোটাঃ পিপি মোঃ নজরুল ইসলাম, রোটাঃ পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, পিপি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, আইপিপি সুলতান মোহাম্মদ রাজু, ট্রেনিং ইন্সট্রাক্টর মাজেদুর রহমান, মোঃ জয়নাল আবেদীন, খাঁন মোঃ দেলোয়ার, মুজিবুর রহমান, জাকারিয়া আহমদ ও মোঃ শাহিন উদ্দিন। বিজ্ঞপ্তি