গোলাপগঞ্জ জাতীয় যুব দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৭:০৭:১৯ অপরাহ্ন
গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকালে প্রথমে র্যালীটি উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণে করে আলোচনা সভায় মিলিত হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন উদ্যোক্তা ও যুব সংগঠনের বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করে।
এরপর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালা উদ্দিন ভূইয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মুছলেহ উদ্দিন আহমদ, প্রবাসী বিএনপি নেতা ফেরদৌস আলম, উপজেলা জামায়াত নেতা জিন্নুর আহমদ চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীসহ বিভিন্ন যুব সংগঠনের লোকজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের দুইজন উদ্যোক্তার মধ্যে আড়াই লক্ষ টাকা যুব ঋণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি