শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৭:১১:৩৫ অপরাহ্ন
বৃটেনের অন্যতম সামাজিক সংগঠন শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে বৃহস্পতিবার। সংগঠনের সভাপতি মোহাম্মদ রানু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এর পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি মনসুর আহমেদ শাওন। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক শামিম আহমদ ও ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ আশফাক হোসেন রুপক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম, জয়েন্ট ট্রেজারার শাহ তফজ্জুল হক, নির্বাহী সদস্য আব্দুল অদুদ দিপক, প্রফেসর মোহাম্মদ ফেরদৌস আলম, শাহ আলি আহমেদ, শাহ জুলফিকার আলি, সালেহ আহমদ, মোহাম্মদ আব্দুল হাফিজ সেলিম, মোহাম্মদ গনি, সৈয়দ কামরান, আব্দুল হাফিজ সেলিম, আব্দুল গনি, আলিমুল হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ ছোটন, ট্রাস্টের সাবেক সহ সভাপতি মোঃ আব্দুল হাই, শামীম আহমেদ, ব্যবসায়ী মঈন উদ্দিন, তুফায়েল আহমেদ, রবিন পাল, আব্দুল করিম, মইন উদ্দিন, মুহিবুর রহমান মুহিব, মোজাহিদ আলী, নাছির আহমেদ শাহিন, আব্দুল বাসিত, নজরুল ইসলাম, তুহিন চৌধুরী, হিফজুর চৌধুরী, মুফাজ্জল হায়দার, মোহাম্মদ জাহেদ, আইন উল্লাহ, সুমন আহমেদ, ফটিক মিয়া, ইতি রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ট্রাস্টের অর্থায়নে কুশিয়ারা নদীর উত্তর পারে দ্বিতীয় কমিউনিটি মেডিকেল সেন্টার এর ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভায় নতুন তিন জন ট্রাস্টিকে স্বাগত জানিয়ে ট্রাস্টে অন্তর্ভুক্ত করা হয়। ট্রাস্টিরা হলেন রুমন আহমেদ, সাইফুর রহমান ও রায়হান খান। বিজ্ঞপ্তি