জাতীয় যুব দিবসে নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৭:১৭:১৮ অপরাহ্ন
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার নগরীতে আলোচনা সভা, যুব র্যালি ও খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়।
শুক্রবার সকালে সাড়ে ১০টায় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সিলেট কার্যালয়ে আলোচনা সভা, যুব সমাবেশ যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, উপকরণ ও যুব পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর। আলোচনা সভা শেষে যুব র্যালি বের করা হয়। র্যালি শেষে দক্ষিণ সুরমার পিরোজপুর কালভার্ট সংলগ্ন জৈন্তা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি