কুলাউড়ায় জাতীয় যুব দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৭:৩২:২৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে আলোচনাসভা, র্যালি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষ যুবকরা বৈষম্যহীন বাংলাদেশ গড়বে। বিশেষ করে আত্মনির্ভরশীল জাতি ও স্মার্ট যুব সমৃদ্ধ মানব সম্পদে বাংলাদেশ গঠনে যুব সমাজের বিকল্প নেই।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, সাংবাদিক আজিজুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মহিব উল্লাহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসার, যুব সংগঠক ও প্রশিক্ষক এন আই দুদু, এনজিও সংস্থা পল্লি উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. বদরুল হোসেন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মো. আতিকুর রহমান তারেক ও আদনান চৌধুরী, নাহিদ আহমদ, রক্তদান ফাউন্ডেশনের প্রতিনিধি তরিকুল ইসলাম খান, যুব উন্নয়নের সফল আত্মকর্মী আবু সামাদ সুজেল প্রমুখ।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।