বৃটিশ-বাংলাদেশী হুজহু’র এওয়ার্ড বিতরণ ১২ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৮:২৯:২৫ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে ১২ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৫তম আসর। প্রতিবারের মতো লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলেই অনুষ্ঠিত হচ্ছে হুজহু’র এবারের আয়োজন।
এ উপলক্ষে গত ৩০ অক্টোবর বুধবার পূর্ব লন্ডনের একটি সেমিনারকক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, জনমত এর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, এমদাদুল হক চৌধুরী, তাইসির মাহমুদ, মোস্তাক বাবুল, তাজ চৌধুরী, ফারহান মাসুদ খান, রুপি আমিন, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, এনাম চৌধুরী, শাহ ইউসুফ, মুহাম্মদ শাহেদ রাহমান, শাহ বেলাল, কমিউনিটি নেতা আজিজ চৌধুরী, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর সাইদা চৌধুরী ছাড়াও ওয়ার্ক পারমিট ক্লাউড (ডব্লিউপিস)’র প্রধান ব্যারিস্টার লুৎফুর রহমান, জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমেদ, আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রোগ্রাম ডিরেক্টর নিসার আহমেদ, এমকিউ হাসান সলিসিটরসের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এমকিউ হাসান, ফাউন্ডার এসিসি টেক্স কনসালটেন্সি তপন সাহা, স্কয়ার মাইল ইন্স্যুরেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জন নাইটস এবং ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ম্যানেজার ডেভিড রয়স্টনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ নানা পেশার অতিথিবৃন্দ।
‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হুজহু’র পরিচালনা পর্ষদের সদস্য আহাদ আহমদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, কয়েছ উদ্দিন, মোহাম্মদ আলী, ফারুক মিয়া এমবিই, হাফছা ইসলাম, শিহাব হোসেন উপস্থিত ছিলেন।
এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতিবছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু’র ২০২৪ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছেন রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্নক্ষেত্রে সফল বৃটিশ বাংলাদেশীরা।
তিনি আরো বলেন, বৃটেনের বিভিন্নক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক প্রয়াস। প্রকাশনার দীর্ঘ তেরো বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি