গোলাপগঞ্জে বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৮:১৮:২১ অপরাহ্ন
গোলাপগঞ্জে বিএনপি নেতা স্মরণে ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এম আব্দুল মুছাব্বির এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান মিসবাহুল কাদির ফাহিমের রোগ মুক্তি কামনায় গোলাপগঞ্জে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ আছর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ডা. আব্দুল গফুর, জেলা বিএনপি’র উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরীর নার্জিস, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফারুক আল মাহমুদ, সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, আমুড়া ইউনিয়ন বিএনপি নেতা মাহবুবুল হক লুলু, মনসুর আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাশার রানীক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক লিপন আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, সাবেক ছাত্রনেতা কামাল আহমদ ও জামাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি