কুলাউড়ায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদককে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৮:১৯:৩০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মো. সুলতান আহমদকে পদোন্নতিজনিত বদলি উপলক্ষে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ক্লাব ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি সুলতান আহমদের কর্মজীবনের সফলতা কামনা করে বলেন, দীর্ঘদিনের ক্লাব কর্মকা-ে তার অবদান অফিসারদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।
ক্লাবের সহসম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলীর সঞ্চালনায় ক্লাব জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ডা. মো. সুলতান আহমদ। আরও বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মহসিন, একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোনালী ব্যাংক ম্যানেজার সিদ্দিকুর রহমান, সমাজসেবা অফিসার প্রাণেশ বর্মা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ পাল প্রমুখ।
পরে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, ডা. মো. সুলতান আহমদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন।