সিলেটে নিউনেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৮:২৪:২০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সংবাদপত্র আলোকবর্তিকা হিসেবে কাজ করে। জাতির দর্পন এ সংবাদপত্র মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটায়। এ জন্য সংবাদপত্র ও সাংবাদিকদের সৎ ও নিরপেক্ষ হতে হবে। সুস্থ ও সৎ সংবাদিকতা শুধু উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করে না বরং দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করে। তিনি শুক্রবার বিকেলে সিলেট প্রেসক্লাবে ইংরেজি জাতীয় দৈনিক নিউ নেশন এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান এস. এ.শফি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ সলিম মুহাম্মদ আব্দুল কাদির, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়ছল আলম, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, সমাজসেবী এম এ ওয়াদুদ আল মামুন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ নেশনের প্রতিনিধি মোঃ মছব্বির আলী, লোকমান আহমদ, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, এম এ হান্নান, জিয়াউর রহমান চৌধুরী জিয়া, জামাল আহমদ, নাদির আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আরিফুল হক চৌধুরী কেক কেটে নিউ নেশনের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি