বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে ভোটের অপেক্ষায় জনগণ : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৮:৩১:০৫ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী দিনে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রামেগঞ্জে সভা করে যাচ্ছি। গণমানুষের দল হিসেবে বিএনপি জনমত নিয়েছে। বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে ভোটের অপেক্ষায় রয়েছে জনগণ।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ সংগ্রামে ত্যাগ তিতিক্ষার পর নেতাকর্মীরা ভোটাধিকার প্রয়োগের আকাঙ্খা বিনষ্ট হতে দেবে না। ত্যাগিরা স্বৈরাচার হঠাবে আর সুযোগ সন্ধানীরা সুবিধা নেবে তা হবে না। এখন নতুন বাংলাদেশ গড়ে তুলবার লড়াই। শহীদ জিয়া এবং বেগম জিয়া’র নীতি ও দেশপ্রেমই তারেক রহমানের আদর্শ। তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।
সাম্য, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সদস্য সুহেল ইবনে রাজা, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, পাবেল রহমান, ময়নুল ইসলাম মঞ্জুর, শওকত আলী, ওলিউর রহমান, দুলাল আহমদ সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। মতবিনিময় সভা শেষে মরহুম প্রফেসর নজরুল ইসলাম বেলালের কবরের পাশে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি