বিজিবির হাতে পৌণে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৯:১৬:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের বিভিন্নব সীমান্তে পৃথক অভিযানে ১ কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য ও অবৈধভাবে পাথর উত্তোলনকালে দুটি নৌকা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পৃথক অভিযানে এসব ভারতীয় চোরাচালান জব্দ করা হয়।
শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৭৯৮ পিস ভারতীয় শাড়ী, ১২১ পিস কাশ্মীরি শাল, ৮১ পিস থ্রী পিস, ৪৫৬ পিস কসমেটিক সামগ্রী, ২৫৪.৪০ মিটার মকমল সোফার কভার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ২ নৌকাসহ অন্যান্য পণ্য। যার বাজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ২৮০ টাকা।
বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।