হঠাৎ অস্থির আলুর বাজার
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৯:১৮:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বাজারে হঠাৎ করেই বেড়েছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। বাজারে আলু বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা কেজি দরে। যদিও শীতের সবজির সাথে দেখা মিলেছে নতুন আলুর। তবে এটির দামও আকাশছোঁয়া। কেজি বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা দরে। শুক্রবার নগরীর বন্দরবাজার, আম্বরখানা, রিকাবীবাজার ও মদীনামার্কেট এলাকার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
নগরীর বিভিন্ন বাজারে আলু বিক্রি হতে দেখা গেছে ৬৫-৭০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগেও ছিল ৫০-৫৫ টাকা। বাইরে ৬৫ টাকা কেজিতে মিললেও পাড়া-মহল্লার মুদির দোকানে আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। এতে প্রান্তিক জনগোষ্ঠী বিপাকে পড়েছেন।
দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মদীনা মার্কেট এলাকার ব্যবসায়ী রশীদ আহমদ বলেন, দাম বাড়ে আড়তে। খুচরা ব্যবসায়ীরা দাম বাড়াতে পারে না। আমরা কেজি ২ থেকে ৩ টাকা লাভ করি। এর বেশি না।বৃহস্পতিবার কালিঘাট থেকে আলুর কেজি পাইকারীতে কিনতে হয়ে ৬০ টাকা দরে। এরমধ্যে দোকানে এনে পচা আলু বাছাই করে ফেলে দিতে হয়। সব মিলিয়ে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাভের পাল্লা ভারি করতে পাইকাররা আলুর বাজার নিয়ে নানা জটিলতা তৈরি করছেন বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা।
নগরীর রিকাবীবাজারে সিএনজি আবুল হোসেনের কাছে আলুর দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন হুটহাট করে জিনিসপত্রের দাম বাড়লে আমাদের জন্য বিপদ। আমাদের তো ইনকাম বাড়ে না।
তার কথায় সুর মেলালেন একই এলাকার রিক্সাচালক আরিফ হোসেন। তিনি বলেন, রিকশা ভাড়া কারও কাছে ১০ টাকা বেশি চাইলে তো দেয় না। জিনিসপত্রের দাম বাড়লে আমরা কই পাই! এদিকে বাজার ঘুরে দেখা মিলেছে নতুন আলুর। কেজি ৮০-১২০ টাকা। এছাড়া বাজারে সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ কেজিতে ৩০ টাকা বেড়ে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।