বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করলো আদানি
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৯:২৬:০৬ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : বকেয়া বিল না পাওয়ার কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে ভারতের আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেড (এপিজেএল)। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে পাওয়া তথ্যে এই পরিস্থিতি দেখা গেছে।
বুধবার পর্যন্ত গড়ে এক হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ সরবরাহ করতো। কিন্তু বৃহস্পতিবার থেকে ঝাড়খন্ডের এই বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে মাত্র ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে বাংলাদেশ। তবে এর আগে ৩০ অক্টোবরের মধ্যে বিল পরিশোধ করতে চিঠি দিয়েছিল আদানি গ্রুপ। বিল পরিশোধ করা না হলে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এরপর, গত ২৭ অক্টোবর আরেকটি চিঠি দিয়ে পিডিবিকে সতর্ক সংকেতও দিয়েছিল প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে পিডিবি বলছে, জুলাই থেকে প্রতিষ্ঠানটি আগের তুলনায় চার্জ বেশি ধরছে। পূর্বে সপ্তাহে ১৭-১৮ মিলিয়ন ডলার পরিশোধ করা হতো। কিন্তু বর্তমানে সেখানে সপ্তাহে চার্জ ধরা হচ্ছে ২২ মিলিয়ন ডলারেরও বেশি। এ কারণেরই মূলত বকেয়া বিল বেড়েছে।
এছাড়া গত সপ্তাহের বিলও কৃষি ব্যাংকে জমা দিয়েছে পিডিবি। কিন্তু ডলার সংকটের কারণে আদানি গ্রুপকে বিল প্রদান করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পিডিবির এক কর্মকর্তা। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব গ্রহণের পর থেকেই বকেয়া পরিশোধের জন্য চাপ প্রদান করে আসছে এপিএজএল। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও চিঠি দিয়েছিলেন গৌতম আদানি।