উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা, রেকর্ড দূরত্ব অতিক্রম
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৪, ৯:৩৬:১৫ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট: উত্তর কোরিয়া এমন একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যেটি ৮৬ মিনিট উড়ে দেশটির পূর্বে সাগরে পড়েছে। কোন ক্ষেপণাস্ত্র এতো দীর্ঘ সময় ধরে উড়ার রেকর্ড এটি প্রথম। দক্ষিণ কোরিয়া এবং জাপান এই তথ্য দিয়েছে। উত্তর কোরিয়া এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। সেটি ৭৩ মিনিট উড়ে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল।
এবারের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি কিছু উর্ধ্বমুখি করে পরীক্ষার জন্য ছোঁড়া হয়েছে। তাতে এটি প্রায় ৭ হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে গেছে। এর অর্থ হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র যদি আরও নিচু করে ছোঁড়া হতো তাহলে আরও বেশি পথ অতিক্রম করতো। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই পরীক্ষা এমন এক সময়ে চালানো হয়েছে যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতি নানা ধরণের আগ্রাসী মনোভাব ব্যক্ত করছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়া আগেই সতর্ক করেছিল যে যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময় উত্তর কোরিয়া আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উত্তর কোরিয়া এই পরীক্ষা চালানোর উদ্দেশ্য হচ্ছে এমন অস্ত্র তৈরি করা যেটি অনেক উঁচু দিয়ে বহুদূর পর্যন্ত যেতে পারে।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং আন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, এই পরীক্ষার মাধ্যমে শত্রুদের প্রতি আমাদের জবাব দেবার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ সামরিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন কিম জং আন। তিনি বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে পারমানবিক অস্ত্র শক্তিশালী করার জন্য আমাদের যে পদক্ষেপ যেটি কখনো পরিবর্তন হবে না।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ভা-ার সমৃদ্ধ করতে চায়। ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজ-এর সহকারী অধ্যাপক কিম ডং ইয়াপ বলেন, উত্তর কোরিয়া এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যেটি আকারে বড় এবং ভারী ওভারহেড থাকলেও যাতে আমেরিকার মূল ভূখ-ে আঘাত হানতে পারে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, এ ধরণের অস্ত্র পরীক্ষা করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশ কিছু প্রস্তাবের বিরোধী।