জৈন্তায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৬:৩৬:৩২ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২টি কেন্দ্রে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় জৈন্তিয়া কলেজ বিশ্ববিদ্যালয় এবং দরবস্ত জামেয়া ইসলামীয়া মাদ্রাসা কেন্দ্রে। এ বছর জৈন্তাপুর উপজেলায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি স্কুল পর্যায়ের মোট ৭৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। অন্যান্য বছরের তুলনায় এবারের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী সহ অভিভাবকদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক অবস্থা পর্যবেক্ষন ও পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা শাখার সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান সিকদার, জৈন্তিয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সামছ উদ্দিন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা শাখার অর্থ-সম্পাদক জামিল আহমদ। কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এনামুল হক এবং আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম আহমদ, ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ ও দক্ষিণের মহসিন আলম।