মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’ গঠন
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৬:৪৬:২৭ অপরাহ্ন
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’ এর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে সিলেট মহানগরের সকল হকারদের নিয়ে এক জরুরি সভা অনুষ্টিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রুহুল আমিন রুবেল আহবায়ক ও মোঃ নজরুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ সৈয়দ আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ নাসির আহমদ, যুগ্ম আহবায়ক জানে আলম, সদস্যরা হলেন মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ রুবেল ইসলাম, মোঃ কামাল আহমদ, মোঃ তারেক আহমদ, মোঃ অপু আহমেদ, মোঃ সোহাগ আহমদ ও নাজিম।
এসময় সভায় নিরীহ হকারদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়। লালদীঘিরপাড় মাঠে হকারদের অস্থায়ী পুনর্বাসন দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু সেখানে গিয়ে পদে পদে নির্যাতনের শিকার হচ্ছেন নিরীহ হকাররা। তারা তাদের দাবি আদায়ের লক্ষে সকল প্রকার আন্দোলন সংগ্রাম করে যাবেন। এই আলোকে এই সংগঠন করা হয়েছে। লালদীঘিরপাড় মাঠে কোন ধরণের শৃংখলা নেই। সেখানে গেলেই বৈষম্যের শিকার হন হকাররা। যতোবার তাদের পুনর্বাসন করা হয়েছে, ঠিক ততবারই ক্ষুদ্র ব্যবসায়ীরা লাখ লাখ টাকা হারিয়ে রাস্তায় বসতে হয়েছে। লালদীঘির পাড় মাঠে হকারদের ঢুকানোর পর তাদের খবর আর কেউ রাখেনি। ভুলেও সিটি কর্পোরেশন ও প্রশাসনের কোন কর্মকর্তা মাঠ পরিদর্শনে যায়নি। যদিও যান তাহলে নেতাদের সাথে কথা বলে চলে আসেন। কিন্তু নিরীহ অসহায় হকারদের কোন খবর নেননি। এবার সকল প্রকার বৈষম্য দূর করে নিরীহ অসহায় হকারদের ব্যবসা করার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার দাবি জানান তারা। বিজ্ঞপ্তি