হবিগঞ্জে কমিউনিস্ট পার্টির জাগরণ যাত্রা কর্মসূচী পালিত
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৬:৫০:৫৫ অপরাহ্ন
হবিগঞ্জে কমিউনিস্ট পার্টির জাগরণ যাত্রা কর্মসূচী পালিত হয়েছে। দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা চালু কর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাসহ অন্যান্য দাবিতে সিপিবি কেন্দ্র ঘোষিত পক্ষকালব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে গত শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় খোয়াইব্রীজ পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, সদর উপজেলা কমিটির সভাপতি রঞ্জন কুমার রায়, অটো-রিক্সা শ্রমিক নেতা মারফত আলী প্রমুখ। উপস্থিত ছিলেন- আজমান আহমেদ, জন্টু সরকার, আঃ ছাত্তার, সেলিম মিয়া, মোস্তফা মিয়া, নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বিশেষ গুরুত্ব দ্রব্যমূল্য নিয়ন্ত্রন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনজীবন স্বস্তি এনে জুলাই-আগষ্ট গণঅভূত্থানে নিহত-আহতদের স্বপ্নের বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কাজকে গতিশীল করার আহবান জানান। পতিত হাসিনা সরকারের দোসররা এখনও অফিস-আদালত সহ বিভিন্ন স্থানে সক্রিয়। বিজ্ঞপ্তি