বিমানবন্দর বাইপাস ব্রিজের নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৮:১১:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বিমানবন্দর এলাকার একটি সেতুর নিচ থেকে আমীর আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ৯টায় বিমানবন্দর এলাকার বাইপাস পয়েন্টের পাশের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমীর আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের পীরেরগাওঁ গ্রামের মরহুম তাহির আলী ছেলে। তিনি মালনীছড়া চা বাগানের কর্মচারী ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান ও খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দিলোয়ার হোসেন। আমীর আলীর ছেলে বাচ্চু মিয়া বলেন, আমার বাবা হাই প্রেসারের রোগী, আবার দু’বার স্ট্রোক করেছিলেন। আমি ধারণা করছি স্ট্রোক ও হাইপ্রেসারের কারণে আমার বাবার মৃত্যু হতে পারে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি পেয়েছি।
ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমীর আলী নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।