আটক যুবলীগ নেতা বাবর সাব-রেজিস্ট্রি থেকে বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৮:১৬:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার উপর হামলার ঘটনার মামলায় গ্রেফতারের পর সরকারি চাকরি থেকে বরখাস্ত হলেন যুবলীগ নেতা বাবর মিয়া (৪৫)। তিনি সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার ছিলেন। বুধবার জেলা রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঐ যুবলীগ নেতা বাবর মিয়া দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের মৃত হাবিবুর রহমান (হাবান মিয়া)-এর ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলার তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য। গত ২৩ অক্টোবর সন্ধ্যায় নগরীর বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
জানা যায়, বাবর মিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় নগরীর বন্দরবাজার, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়া ৫ আগস্ট হাসিনার পতনের দিন বিকেলে নগরীর কিন ব্রিজ (উত্তরপাড়) এলাকায় জনতার মিছিলে তিনি হামলা করেছেন ও সহিংসতা ঘটিয়েছেন। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৩০নং আসামি তিনি।অপরদিকে, ২০২৩ সালের ৩১ অক্টোবর আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৩নং আসামি হলেন এই যুবলীগ নেতা বাবর। এছাড়া বাবর মিয়া সিলেটের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র অন্যতম সহযোগী বলে জানা গেছে।
এদিকে, গ্রেফতারের পর বুধবার জেলা রেজিস্ট্রার মো. জহরুল ইসলাম এক চিঠির মাধ্যমে অফিস আদেশ দিয়ে বাবরকে সাময়িক বরখাস্ত করেছেন। চিঠিতে বলা হয়- “সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের ২৮/১০/২০২৪খ্রি. তারিখের ২৯২নং স্মারকে প্রাপ্ত পত্র মোতাবেক কোতয়ালী মডেল থানা, সিলেট এর মামলা নং-৩৪/৩৮৯, তারিখ: ২৮/০৮/২০২৪ খ্রি. ও মামলা নং-০৫/৪৪৪, তারিখ: ০২/১০/২০২৪ খ্রি. এর পরিপ্রেক্ষিতে মো. বাবর মিয়া, মোহরার, কোম্পানীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস, সিলেট-কে গত ২৩/১০/২০২৪ খ্রি. তারিখে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে, আদালত আপনার জামিন নামঞ্জুর করে সিলেট কারাগারে প্রেরণ করেন এবং বর্তমানে বাবর কারাগারে অবস্থান করায় সরকারি চাকুরি আইন ২০১৮-এর ধারা ৩৯-এর উপধারা ২ মোতাবেক বাবরকে গ্রেফতারের তারিখ থেকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরাকী ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।