মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৮:৪৯:১১ অপরাহ্ন
বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ বাঁচার মত মজুরি, ৮ ঘন্টা কর্মদিবস, পরিচয়পত্র-নিয়োগপত্র প্রদানসহ শ্রমআইন বাস্তবায়নের দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভা থেকে এই দাবি জানানো হয়। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি সোহেল মিয়া। কর্মীসভায় বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, হোটেল শ্রমিকনেতা খোকন মিয়া, আল আমিন, রাসেল আহমেদ, জিয়াউর রহমান, জুয়েল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি