গোয়াইনঘাটে সমবায় দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৮:৫০:১০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে গোয়াইনঘাটে পালিত হলো ৫৩ তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে প্রথমেই উপজেলা প্রসাশন প্রাঙ্গনে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোন করেন সহকারী কমিশনার ভূমি সাঈদুল ইসলাম ও সমবায় কর্মকর্তা কপিল উদ্দিন। পরে দুপুর ১২ টায় উপজেলা হলরুমে কফিলউদ্দিনের সভাপতিত্বে জিল্লুর রহমান ও শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আনোয়ার হসেন, গীতা পাঠ করেন পজীব মাঠকর্মী সুবাস চন্দ্র বসু। দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সঈদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সারোয়ার হোসেন, দুপ্রক সচিব গোয়াইনঘাট সাংবাদিক আব্দুল মালিক, সিনিয়র সাংবাদিক মিনহাজ উদ্দিন, প্রেসক্লাবের সাঃ সম্পাদক করিম মাহমুদ লিমন, সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাঃ সম্পাদক ইমরান আহমদ। সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।