জামালগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৮:৫৯:০৫ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: ‘কিশোরকন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’ ‘এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলায় ৫’শত পরিক্ষার্থীর মধ্যে ৪৮৫ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেন। হল প্রধানের দায়িত্বে ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের জামালগঞ্জ উপজেলার প্রধান পৃষ্ঠপোষক রাশিদুল হক জিসান।
এসময় প্রধান অতিথি হিসেবে হল পরিদর্শন করেন জেলা কিশোরকন্ঠ পাঠক ফোরামের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক নুরুল ইসলাম। এছাড়া মাওলানা হাবিবুর রহমান, সাবেক জেলার অন্যতম পৃষ্ঠপোষক জুবায়ের আহমদ, জামালগঞ্জ উপজেলা কিশোরকন্ঠ পাঠক ফোরামের অন্যতম পৃষ্ঠপোষক হাবিবুর রহমান, ফখরুল আলম ও তোফাজ্জল হক প্রমুখ হল পরিদর্শন করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, জামালগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম জামালগঞ্জ উপজেলার সাবেক প্রধান পৃষ্টপোষক আবু তাহের, ছাদিকুর রহমান জনি, নাজিম উদ্দিন, হাসান আল ইমরান ও বর্তমান জামালগঞ্জ উপজেলার সহকারী প্রধান পৃষ্ঠপোষক সহিবুর রহমান প্রমুখ।
জানা গেছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে স্বতস্ফুর্ত ভাবে পরিক্ষায় অংশগ্রহণ করেন। এসময় এধরনের উদ্যোগ গ্রহণ করায় কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকরা। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যায় ব্যক্ত করেন পরীক্ষার্থীর অভিভাবকবৃন্দ।।