দেশ চালাতে জনগণের ঐক্যমত অপরিহার্য : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৯:১৬:২৭ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, লৌহশাসনের ভিত কাঁপিয়ে ইতিহাস সৃষ্টির দুর্লভ সৌভাগ্যের অধিকারী জনগণ। আর বিপ্লবের পরে শ্রেণী স্বার্থ মাথাচাড়া দিয়ে উঠে। দেশ চালাতে জনগণের ঐক্যমত অপরিহার্য। শনিবার বিকাল ৪টায় ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইলাশপুর মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।
সাম্য, মানবিক ও গনতান্ত্রিক বাংলাদেশ বিণির্মানের লক্ষ্যে আয়োজিত জনসভায় উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেদ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈদেশিক বিষয়ক বিশেষ সহকারী হাজী হাবিব, জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি গোলাম রাব্বানী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. সাঈদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তাছলিম আহমদ নেহার, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, বেলাল আহমদ, শাহীন আলম জয়, জেলা বিএনপি সদস্য রেজাউল করিম রায়হান, সাদিকুর রহমান টিপু, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, জেলা যুবদলের সহ সভাপতি ময়মুল ইসলাম মঞ্জুর, মহিউদ্দিন বেলাল, হাবিবুর রহমান মুসা, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি