ক্যান্সারে আক্রান্ত ছাতকের মাহমুদ আলী বাঁচতে চায়
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৯:২৮:৫৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিন সন্তানের জনক ক্বারী মাওলানা মাহমুদ আলী (৪৫) বাঁচতে চান। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও (আজারীপাড়া) গ্রামের মরহুম ইন্তাজ আলীর ছেলে। এছাড়া দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের খামিছ স্তরের একজন সু-দক্ষ ক্বারী তিনি। দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করে তিনি পরিবার নিয়ে কোন মতে জীবন-জীবিকা নির্বাহ করে আসছিলেন। সর্ব শেষ তিনি ছাতক পৌর শহরের লেবারপড়া জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। তার বাম পাশের কিডনি জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন নি। সকলের সহযোহিতায় ৬ মাস আগে সিলেটের নয়াসড়ক মাউন্ট এডোরা হাসপাতালের ডাক্তার আবদুল আলিমের মাধ্যমে তার বাম পাশের কিডনি অপসারণ করা হয়। অপারেশনের ৪মাসের মাথায় ওই ক্ষতস্থান ধরা পড়ে ক্যান্সার। নগরীর নর্থইষ্ট মেডিকেলের সহযোগি অধ্যাপক ডাক্তার মুখলেছুর রহমানের কাছে গেলে তিনি ক্যান্সারে আক্রান্তের কথা জানতে পারেন। মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ক্বারী মাওলানা মাহমুদ আলী দুই মাস ধরে মসজিদ থেকে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন। ডাক্তারের ভূল চিকিৎসা ও ডায়াগনস্টিক সেন্টারের ভূল রিপোর্টের জন্য তার এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে তার অভিযোগ। তিনি আরও জানান, বাম পাশের কিডনি অপসারণের সময় সেখানে জীবাণু থেকে যায়, যে কারণে ওই জীবাণু থেকে ক্যান্সার সৃষ্টি হয়ে এখন সারা শরিরে ছড়িয়েছে। ক্যান্সারের যন্ত্রনায় বিছানায় এখন কাতরাচ্ছেন। তার তিন ছেলের মধ্যে বড় ছেলের বয়স ১০ বছর। মসজিদের একজন ইমাম হয়ে তার ব্যয়বহুল এ চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। নিরুপায় হয়ে তিনি দেশ-বিদেশে থাকা সমাজের বিত্তবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন। সকলের সহযোগিতায় ক্বারী মাওলানা মাহমুদ আলী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আর্থিক সহায়তার জন্য সোনালী ব্যাংক ছাতক শাখার হিসাব নম্বর (৫৯০২২০১০২৯৫৯১) ও পার্সোনাল বিকাশ নম্বরে (+৮৮০১৭২০৯০৮৯১০) পাঠাতে বিত্তবানসহ সকলের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন।