দক্ষিণ সুরমায় সমবায় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৯:৩১:৪৪ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সংবাদদাতা: ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শুভ্রাংশু চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলিম উল্লা খান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোগলাবাজার থানার ওসি তদন্ত কাজী তোবারক হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক,ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সমবায়ী শাহীন রানা,প্রত্যাশা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইসলাম উদ্দিন,দক্ষিণ সুরমা উপজেলা কৃষি পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইফ উদ্দিন আল ফারুক,রাখালগঞ্জ দুগ্ধ সমবায় সমিতির লিমিটেডের সদস্য রোজিনা আক্তার,শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নজির আলী প্রমুখ। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি।