দেশের উন্নয়নকে এগিয়ে নিতে যুবদের প্রশিক্ষণ গ্রহন করতে হবে : আবু আহমদ সিদ্দিকী এনডিসি
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৯:৩৪:৫৫ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, যুবরাই দেশের প্রাণ শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবদের ভূমিকা অগ্রগণ্য। দেশের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বি হিসেবে গড়ে তোলে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। সরকার যুব সমাজকে কাজে লাগাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার শুক্রবার সকাল ১০টায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমা থানার পাশে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট হলরুমে আয়োজিত আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, উপকরণ ও যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান, শিক্ষাক ও আইসিটি মোঃ শামীম হুসাইন, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশিক নূর, সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।
অর্পিতা হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত সংগঠক নজরুল ইসলাম, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পক্ষে দেলোয়ার হোসেন শিশির। প্রশিক্ষণার্থী ক্বারী শাজাহান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটর উপ-পরিচালক রফিকুল ইসলাম শামীম। গীতা পাঠ করেন তপেশ্বর গৌর দাশ।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সনদপত্র এবং উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, উপকরণ ও যুব পুরস্কার প্রদান করবেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। জাতীয় যুব দিবসের শুরুতে শনিবার সকাল ৯টায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসুচীর উদ্ভোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট সিটি কর্পোরেশনের ২৯ ও ৩০ নং ওয়ার্ডের পিরোজপুর কালভার্ট সংলগ্ন জৈন্তা খাল পরিষ্কা-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে যুবদের দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে একটি সেল সেন্টারের জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি দেন।