সিলেট থেকে চুরি হওয়া মোটরসাইকেল মাধবপুরে উদ্ধার, আটক ৩
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৯:৫৮:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩ চোরকে আটক করা হয়। শনিবার সকালে মাধবপুর উপজেলার মানিকপুর এলাকা থেকে চোরদের আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
আটকরকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে সাগর দাস (৩১), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের লাল মিয়ার ছেলে পাভেল মিয়া (২৫) ও একই এলাকার ময়না মিয়ার ছেলে জুনায়েল মিয়া (২২)।
জানা যায়, সম্প্রতি সিলেট নগরীর বাগবাড়ি এলাকার লাকি ভবন নামক ১৮৬নং বাসার পার্কিং থেকে স্থানীয় ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের টিভিএস (এ্যাপাচি) ব্র্যান্ডের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। তবে মোটরসাইকিলতে ট্র্যাকার ডিভাইস লাগানো ছিলো। চুরির পর ট্র্যাকার ডিভাইসের মাধ্যমে মোটরসাইকেলটির অবস্থান হবিগঞ্জের মাধবপুরে জানা যায়। পরে মাধবপুর থানাপুলিশকে বিষয়টি অবগত করলে তারা মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর এলাকার গ্যাস ফিল্ড রোডে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার ও ৩ চোরকে আটক করে। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন- আসামিদের এসএমপির কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।