মাধবপুরে গাঁজাসহ ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৫:৪২:২৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে পিকআপভর্তি ৩০ কেজি গাঁজাসহ দু মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে হরষপুর এসআই বুলবুলসহ একদল পুলিশ পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া রেলস্টেশনে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ভেতরে লুকিয়ে রাখা ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এসময় পাচারের সঙ্গে জড়িত থাকায় চাপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর থানার তেতুলতলা বাটাপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৭) ও একই জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২২)কে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার হরষপুর পুলিশ ফাঁড়ির এসআই বুলবুল আহম্মেদ সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতার দুজন কে আদালতে পাঠানো হয়েছে।