বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৫:৫২:০৯ অপরাহ্ন
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার জরুরী বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ।
সভায় বিজয়ের মাসকে সামনে রেখে সাধারণ জ্ঞান, প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন ও আগামী ১ ডিসেম্বর মাঠ পর্যায়ে বৃহৎ প্রোগ্রাম করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বাদ মাগরিব একটি পার্টি সেন্টারে ফ্রান্স জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রাহাত, প্রশিক্ষণ সম্পাদক ইমরান হাসিব, সাহিত্য সম্পাদক ইসহাক আহমদ, সরকারি মাদ্রাসা বিষয়ক সম্পাদক আফজল হোসাইন, দফতর সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি