সুনামগঞ্জে গুণিজনদের প্রতিকৃতি প্রদর্শনী উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৬:৫৭:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে গুণিজনদের প্রতিকৃতি প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি প্রাঙ্গণে অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা বিএনপির সহ-সভাপতি আতম মিছবাহ, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ সরকারী কলেজের প্রভাষক জাকির হোসেন, লেখক সুখেন্দু সেন রায়, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন, কবি কুমার সৌরভ, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল হেলাল, বাউল শিল্পী আব্দুল রব আব্দুল্লাহ, গবেষক সুবাস উদ্দিন, নাট্যকার গৌতম কর তপন, শিল্পী সোহেল আহমদ ও সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষসহ বিভিন্ন সংস্কৃতিনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, গুণিজনদের কদর করার সংস্কৃতি সবার মাঝে স্বমহিমায় উপস্থাপন করতে হবে। গুণিজনদের আলোয় আলোকিত করতে হবে সারাদেশকে। গ্যালারিতে জেলার ৫ প্রধান লোককবির মধ্যমণি ভাটি অঞ্চলে পালাগানের প্রবক্তা বাউল কামাল পাশা থেকে পাগল হাসান পর্যন্ত ২৬ জন সংস্কৃতিসেবীর প্রতিকৃতি সাঁটানো হয়। প্রতিকৃতিগুলো অঙ্কন করেন দেবাশীষ রায় শুভ। প্রচ্ছদ ও প্রদর্শনী গ্যালারী সৃজনে ছিলেন শুভ এষ।
এছাড়াও মহকুমা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাষা সৈনিক মুহাম্মদ আবদুল হাই ও নাট্যকার দেওয়ান মহসিন রাজা চৌধুরীসহ গ্যালারীর সকল গুণিজনদের সম্পর্কে পরিচিতি তুলে ধরেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। বিজ্ঞপ্তি