ধোপাজানে ড্রেজারে বালু উত্তোলন বন্ধে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৭:০৫:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে ড্রেজারে বালু উত্তোলন বন্ধ ও হাতের সাহায্যে বালু উত্তোলন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জিনারপুর বাজারে ইঞ্জিন চালিত নৌকা ও বালু উত্তোলনকারী শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ধোপাজান বালু-পাথর মিশ্রিত মহাল একটি প্রাকৃতিক সম্পদ। প্রাচীনকাল থেকে বারকি শ্রমিকরা সনাতন পদ্ধতিতে বালু তুলে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্ত একশ্রেণীর মুনাফালোভী ড্রেজারে বালু উত্তোলন করে নদীর বিনাশ ঘটাচ্ছে। রাতারাতি তারা কোটিপতি বনে যাচ্ছে। বারকি শ্রমিকরা মহাল ছেড়ে কর্মসংস্থানের খুঁজে রাজধানীমুখী হচ্ছে। এখানে বারকি শ্রমিকদের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। নদীতে ড্রেজার মেশিনের তান্ডবে নদীর গতিপথ হারিয়েছে। নদীর গভীরতা বাড়ছে। বসতভিটা হারানোর সংখ্যা বাড়ছে। পরিবেশ সংকটাপন্ন হয়ে পড়ছে। ইজারাপ্রথা বাতিল ও ড্রেজার বন্ধ করে বালতি, বেলচা দিয়ে বালু উত্তোলন করার সুযোগ সৃষ্টি করে দিতে সরকারের নিকট দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, নদীতে বড় নৌকা ঢুকে দিব্যি ড্রেজারে বালু নিয়ে যায় আর বারকি নৌকা পুলিশে ধরা খায়। নদীতে এখন আগের মত বালু নেই। যেখানেই ড্রেজার সেখানেই শ্রমিকরা এখন থেকে পাকড়াও করবে। নদীতে শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে হবে। তা না হলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি ব্যক্ত করেন তারা।
শ্রমিক সংগঠনের নেতা গনি মিয়ার সভাপতিত্বে ও ইউনুস মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান, মমিন মিয়া, ইউপি সদস্য ফারুক মিয়া, সাবেক মেম্বার জাকির মিয়া, শ্রমিক নেতা আখতার হোসেন, জমির আলী, সাইদুল মোল্লা, আখতার হোসেন, লিটন মিয়া, শাহ আলম ও আমজাদ প্রমুখ।