সুরমা অন্ধকল্যাণ সমিতির সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৭:১৫:৪৩ অপরাহ্ন
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আওতাধিন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহযোগিতায় প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে সেলাই মেশিন বিতরণ শনিবার সন্ধ্যায় নগরীর ফাজিলচিশত এলাকায় দেওয়ান সালামত রাজা চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল নারী উদ্যোক্তা শামীমা ফেরদৌস চৌধুরী। সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ সামিত সোয়াদ, আর.টি.এম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রভাষক নুজহাত সাদিয়া হাফিজ।
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মামুন শিকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজসেবী শাহ ইমরানা আক্তার, সমিতির নির্বাহী সদস্য বুশরা ফেরদৌস চৌধুরী, মালিহা ফেরদৌস চৌধুরী, দেওয়ান তাইফ চৌধুরী, দেওয়ান নাজিফ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি