নতুন পিপি আশিক বাদ পড়লেন ফয়েজ
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৮:৪১:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিএনপিপন্থী আইনজীবীদের ধারাবাহিক বিক্ষোভের মূখে পিপি থেকে বাদ পড়েছেন এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। তার স্থলে নতুন পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আশিক উদ্দিন আশুক।বৃহস্পতিবার এক আদেশে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করে এই পদে এডভোকেট মো. আশিক উদ্দিনকে নিয়োগ দিয়েছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
এর আগে গত ১৬ অক্টোবর সিলেটের সকল আদালতে ১০৩ জন পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি করা হয় এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনকে এবং এডভোকেট মুজিবুর রহমান মুজিবকে করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি।
এই নিয়োরে পর থেকেই এই দুই পিপি অপসারণসহ বিভিন্ন পদে নিয়োগ পাওয়া আইনজীবী নিয়ে প্রশ্ন তুলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ দুজনের কক্ষে তালা দিয়ে কয়েকদিন টানা আন্দোলন করেন আইনজীবীদের একপক্ষ।
তখন তারা বলেছিলেন- এডভোকেট এ টি এম ফয়েজ বহুর”পী ও বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপিতে এসেছিলেন। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ আন্দোলনে তার ভূমিকা ছিল রহস্যজনক। দলে তার সাংগঠনিক নিষ্ক্রিয়তা, অনুপস্থিতি ও দলীয় নেতাকর্মীদের আইনি সেবা প্রদানে তার বিতর্কিত ভূমিকার কারণে এক সময় আইনজীবী ফোরামের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ইমিগ্রান্ট হয়ে সপরিবারে স্থায়ীভাবে আমেরিকায় পাড়ি জমান। গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর দেশে তিনি পিপি হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুর” করেন এবং সংশ্লিষ্টদেরকে ভুল বুঝিয়ে গুর”ত্বপূর্ণ পদটি বাগিয়ে নেন। যা সিলেটের আইন অঙ্গনের সর্বস্তরের আইনজীবিদের মর্মাহত করেছে।
এই অবস্থায় বৃহস্পতিবার এ টি এম ফয়েজের পিপি পদের নিয়োগ বাতিল করা হয়। এডভোকেট এ টি এম ফয়েজের নিয়োগ বাতিল ও এডভোকেট মো. আশিক উদ্দিন আশুককে নিয়োগের ব্যাপারটি নিশ্চিত নয় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী। তিনি বলেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে কোন চিঠি এখন পর্যন্ত আমার কাছে আসেনি।
তবে এর সত্যতা নিশ্চিত করে এডভোকেট এটিএম ফয়েজ বলেন, আমি গ্র”পিং রাজনীতির ষড়যন্ত্রের শিকার। আদালতে ন্যয়বিচার প্রতিষ্ঠা ও আইনজীবীদের কল্যাণে আমার কর্মতৎপরতা অব্যাহত থাকবে।