শাবিতে দুই ধাপে বর্ণাঢ্য নবীন বরণ
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৮:৫৫:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ৩২০ একরের বিশাল এ ক্যাম্পাসটি যেন সারাদিন মুখরিত থাকে তার প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের পদচারণায়। এতে নতুন করে যোগ হলো বিশ্ববিদ্যালয়টির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।রোববার বর্ণাঢ্য আয়োজনে দুইধাপে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান অনুষদগুলোর অধীন শিক্ষার্থীদের এবং দুপুর আড়াইটায় সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
দুই ধাপের নবীনবরণ অনুষ্ঠানের প্রথমেই কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুর” হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন শেষে উপস্থিত সকলে দাঁড়িয়ে সমস্বরে জাতীয় সঙ্গীত গান। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান। স্বাগত বক্তব্য শেষে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় বিশ্ববিদ্যালয় নিয়ে একটি ডকুমেন্টারি। এরপর উপস্থিত নবীন শিক্ষার্থীদের সামনে কবিতা ও সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের দুই পর্বেই সমাজকর্ম বিভাগের অধ্যাপক তহমিনা ইসলামের সঞ্চালনায় ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ার উদ্দীন চৌধুরী।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘সকল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। নিজের ও মা-বাবার স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে বিশ্ববিদ্যালয় জীবনকে কাজে লাগাবে। একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে শাবিতে ভর্তি হয়েছ, প্রতিযোগিতার এই ইচ্ছাকে বাঁচিয়ে রাখবে।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু আবাসিক ও একাডেমিক ভবনের সংকট রয়েছে। এ সংকট মোকাবিলায় আমরা ইতিমধ্যে কাজ শুর” করে দিয়েছি। শিক্ষার্থীদের জন্য এমন একটি ক্যাম্পাস গঠন করতে চাই যে প্রতিষ্ঠানটি হবে শিক্ষা ও গবেষণা নির্ভর।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. মো. এছহাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. সাবিনা ইসলাম।
এদিকে দেশের নানা প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাস সেজেছে নতুন আঙ্গিকে। গোলচত্তর থেকে কেন্দ্রীয় মিলনায়তন পর্যন্ত রাস্তার দুপাশে শোভা পাচ্ছে নানা রঙের পতাকা। এদিন সকাল থেকেই নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুর” করে। শিক্ষার্থীদের কেউ সাথে করে নিয়ে আসে তাদের মা বাবাকে। আয়োজক কমিটির সদস্যরাও সুযোগ করে দেয় তাদের সন্তানদের সাথে অনুষ্ঠান উপভোগ করতে। এতে বিশ্ববিদ্যালয়ের আন্তরিকতায় মুগ্ধ হন অভিভাবকরা।