গোলাপগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৯:১২:২৫ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোলাপগঞ্জ উপজেলার সরকারি এম.সি (মোহাম্মদ চৌধুরী) একাডেমি ও বহুমুখী উচ্চ বিদ্যালয় এ দুটি কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কিশোরকন্ঠের সাবেক সম্পাদক ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ সেলিম উদ্দিন। এসময় কেন্দ্র পরিদর্শন করেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের প্রধান পৃষ্ঠপোষক মারুফ আহমদ চৌধুরী রাজু, পৃষ্ঠপোষক আদিলুর রহমান।
মেধাবৃত্তি পরীক্ষায় আরও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার পরিচালক রাফিয়ান আহমদ চৌধুরী, সাজ্জাদুর রহমান নিপু ও সহকারী পরিচালক আল মুহাইমিন মাহী, জাকারিয়া আহমদ ও ইশতিয়াক আহমদ প্রমুখ। উল্লেখ্য মেধা বৃত্তির ফলাফল আগামী ২০ ডিসেম্বর প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি