শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৯:১৪:১৮ অপরাহ্ন
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন রোববার শেখঘাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উপদেষ্টা সাব্বির আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম আনসার আহমদের ছেলে মেহদী আহমদ রুহিত। উদ্বোধনী বক্তব্য রাখেন শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদ। উদ্বোধনী বক্তব্য শেষে উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আজমল হোসেন পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি আহ্বান করেন।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন, ফখর উদ্দিন, আবুল কাশেম, মুশাহিদ আলী, আব্দুল কাদির, মালেক আহমদ, শামিম আহমদ, জহিরুল হক মাহমুদ, জুবের আহমদ, মুস্তাক আহমদ, আজমল হোসেন, আলীম উদ্দিন, সাজ্জাদুর রহমান জীবন, সাদিক আহমদ, আবু হাসান, সাদির আহমদ, নুরুজামান জুয়েলসহ সংগঠনের সাবেক সদস্যবৃন্দ। পরে পারভেজ আহমদকে সভাপতি ও তৌকির আহমদ শাওনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এড: সৈয়দ রাব্বি হাসান তারেক, সহ-সভাপতি ফয়েজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন রনী, সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মকসুদুল আরেফিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ পাপলু, অফিস ও অর্থ সম্পাদক সাদমান ইসলাম, সহ অফিস ও অর্থ সম্পাদক মুজ্জাকির আহমদ, প্রচার ও সমাজ সেবা সম্পাদক আবু বক্কর দিপু, সহ-প্রচার ও সমাজসেবা সম্পাদক মুসাদ্দেক আহমদ ফারহান, সহ প্রচার ও সমাজসেবা সম্পাদক সুমেল আহমদ, যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহিম আহমদ রুপম, সহ যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: হাসিন মাসুদ, মানব সম্পদ উন্নয়ন ও আইসিটি সম্পাদক মাসুম আহমদ, সহ মানব সম্পদ উন্নয়ন ও আইসিটি সম্পাদক আরাফাত রহমান মিহির। সদস্য-সৌরভ কুমার দাস, সারোয়ার জামিল, ওমর ফারুক, মেহদী আহমদ রুহিত, রামীম আহমদ ফাহিম ও আবুল কাশেম আফসান। বিজ্ঞপ্তি