কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৪, ৯:১৫:২৮ অপরাহ্ন
কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা শনিবার রাতে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
প্রবীণ কন্ট্রাক্টর ফয়েজ খাঁন পিয়ারা এর সভাপতিত্বে ও কন্ট্রাক্টর নাজিম উদ্দিন পান্না ও জামিল আহমদের যৌথ পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন জয়নাল আহমদ ও রাখাল দে। সভায় বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন সুন্দর, জামাল উদ্দিন আহমদ, মাহমুদুল হোসেন তোফা, বিশ্বজিত দত্ত, গোলাম কিবরিয়া, কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন এলজিডি’র সাধারণ সম্পাদক আবুল কালাম, পিডিবি’র সভাপতি সোহেল আহমদ, ইইডি’র নবনির্বাচিত সভাপতি মোঃ আতাউর রহমান।
সভায় উপদেষ্টাবৃন্দ ও সর্বস্তরের কন্ট্রাক্টরদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সুন্দর, নুর আহমেদ, আব্দুর রকিব, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক খালেদ আকবর চৌধুরী, রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজু, ফুরকান আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক ইকবাল কামাল, কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ কবির, সহ কোষাধ্যক্ষ আলেক আহমেদ, দপ্তর সম্পাদক তারেক আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক জামিল আহমেদ, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য- মোঃ জাহাঙ্গীর আলম, জয় প্রকাশ কৌরি সজল, মোয়াজ্জেম হোসেন, সাইফুল ইসলাম শামীম, শামীম আহমেদ চৌধুরী। বিজ্ঞপ্তি