জগন্নাথপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৫:২৩:১১ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে এস আই মো. রফিজুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সুমন মিয়া জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জে আদালতে সোপর্দ করা হয়েছে।