দুর্নীতি মুক্তকরণ ফোরামের গণজমায়েত ১১ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৬:০২:৫৯ অপরাহ্ন
চলমান প্রেক্ষাপট, সরকারের সংস্কার কমিশনের কার্যক্রম, চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, আইন-শৃঙ্খলা ও দেশের আশু স্থিতিশীলতা নিশ্চিতের দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রিয় কমিটির এক জরুরী সভা রোববার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সিনিয়র সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তারা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে বলেন, শুধু সিন্ডিকেটদের দায়ী না করে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করাটা খুবই জরুরী। সরকারকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার ও চালসহ নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনা, আইন-শৃঙ্খলা দ্রুত উন্নয়ন ও দেশকে স্থিতিশীলতা আনতে যা যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে।
সভায় আগামী ১১ নভেম্বর সোমবার বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সংস্কারের সমর্থনে, চাল সহ নিত্যপণ্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনা, আইন-শৃঙ্খলার দ্রুত উন্নয়ন, দেশের স্থিতিশীলতা নিশ্চিতের দাবীতে এক গণজমায়েত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য্য, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, কেন্দ্রীয় সদস্য শাহিদুর রহমান জুনু, রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রিয় সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি