কানাইঘাটে এইচপিভি টিকা নিশ্চিতে ধর্মীয় নেতৃবৃন্দ নিয়ে সভা
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৬:৩৭:৩৫ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় চলমান জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জন্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিশ্চিত করার জন্য ধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে এক মতবিনিময় সভা সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে মতবিনিময় সভার শুরুতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার সুফল নিয়ে উপজেলার সকল ধর্মীয় শিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০-১৪ বছরের কিশোরীদের এ টিকার আওতায় নিয়ে আসার জন্য প্রতিষ্ঠানগুলোর আলেম-উলামা ও ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় দারুল উলূম মাদ্রাসার শিক্ষক ও ইসলামী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ কানাইঘাট উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিশোরীদের এইচপিভি টিকার আওতায় নিয়ে আসতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন কানাইঘাটের সুপারভাইজার গোলাম কিবরিয়া, মডেল কেয়ারটেকার মাওলানা রফিক আহমদ, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আসআদ, মাওলানা জুনায়েদ শামসী, কানাইঘাট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব এবং নিজ চাউরা কৌমিয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন।