গোয়াইনঘাটে বীজ-সার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৬:৫৪:৩৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে রবি মওসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামৃল্যে সার বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। সোমবার মধ্যাহ্নে কৃষি অফিসের হল রুমে সার ও বীজ বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা রায়হান পারভেজের সভাপতিত্বে জীবনকৃষ্ণ রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম বলেন, সরিষা তৈল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এ বছর পরিষদের পক্ষ থেকে আটশত কৃষকদের এই বীজ দেয়া হবে। এখানে শুষ্ক মওসুমে পানির সুবিধার ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। প্রণোদনার সঠিক ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে সচেষ্ট হতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মালিক। ২০২৪-২৫ অর্থ বছরে রবি মওসুমে বিভিন্ন প্রকার তৈলবীজ পেঁয়াজ, ভুট্টা, মুগ বীজসহ ৬৫০ জন কৃষক এই প্রণোদনা গ্রহন করেন। সভায় উপজেলার বিভিন্ন ইউপির কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।