বিয়ানীবাজারে যুবদলের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৭:১৭:৩০ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: সদ্যগঠিত সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিয়ানীবাজারে আনন্দ মিছিল করেছে বিয়ানীবাজার যুবদল। সোমবার বেলা ২টায় পৌরশহরের পোস্ট অফিস রোডের সামনে থেকে বিপুল নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিলটি বের হয়। আনন্দ মিছিলটি পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পোস্ট অফিসের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুবাসের পরিচালনায় এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল কিবরিয়া, বাবর আহমদ চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সোহেল আহমদ, আবদুল গনি, এনাম উদ্দিন দিলাল, আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ আলী, বিলাল আহমদ, মাহবুবুর রহমান মবু, জামিল আহমদ চৌধুরী, শাহীন আহমদ, রাজন আহমদ, সরওয়ার খান, শামীম আহমদ চৌধুরী, রাজু আহমদ, তারেক আহমদ, সাইফুর রহমান সাইফ, আবদুল শুকুর, খায়রুল হাসান, এমরান আহমদ ও আলী হোসেন প্রমুখ।
এর আগে আনন্দ মিছিলে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা পৌরশহরে আসেন।