পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৮:০৮:৩৮ অপরাহ্ন
সিলেট পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও কার্যকরী পরিষদের পরিচিতি অনুষ্ঠান রোববার রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট চেম্বর অব কমার্স ইন্ডাস্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট নাসিম হোসাইন বলেন, ব্যবসায়ীরা দেশের উন্নয়ন ও অর্থনীতির চালিকা শক্তি। মানুষের সেবার মন মানসিকতা নিয়ে ব্যবসা করলে সফলতা অর্জন সম্ভব। তিনি বলেন, ব্যবসার বড় পুঁজি হচ্ছে সততা। যারা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করেন তারাই প্রতিষ্ঠানে সুনাম বৃদ্ধির পাশাপাশি লাভবান হচ্ছেন। তিনি সিলেট পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির সফলতা কামনা করে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করার আহবান জানান।
সিলেট পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ফারুক মিয়া’র সভাপতিত্বে ও লালদিঘি নতুন হকার্স মার্কেট সমিতির দপ্তর সম্পাদক সাজন রায় সাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, লালদিঘি নতুন হকার্স মার্কেট সমিতির সভাপতি সামসুল আলম, লালদিঘি পুরাতন হকার্স মার্কেট সমিতির সভাপতি আনোয়ার মিয়া।
লালদিঘিপার নতুন মসজিদের মোয়াজ্জিন মাওলানা আজাদ আহমদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট পাদুকা পাইকারী ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা বদরুল ইসলাম, উপদেষ্টা জয়নাল আবেদীন, সাহদাত মিয়া, পাপলু মিয়া, এমরান আহমদ, সমিতির সহ-সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা, সহ-সাধারণ সম্পাদক মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল হক, সহ-অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম, ধর্ম সম্পাদক সোহাগ মিয়া, নির্বাহী সদস্য লিটন মিয়া, আবু সাইদ মিলন, আফজাল মিয়া, শাকিল মিয়া, জাকির হোসেন, সুজন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি