ওসমানীনগরে ৩৭ লক্ষ টাকার মোবাইল চুরি
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৪, ৮:০৭:২৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের গোয়ালাবাজারে দু’টি মোবাইলের দোকানের শাটারের তালা ভেঙ্গে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের মোবাইল চুরির খবর পাওয়া গেছে। চোরেরা বাজারের আরো দু’টি দোকানের তালা ভেঙ্গেছে তবে কোন মালামাল নিতে পারেনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সোমবার সকাল ৬:৫০ টার দিকে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে আল হাসান মার্কেটের ফাহিমা টেলিকম ও আয়ান মোবাইল শপের কর্মচারি দোকান খুলতে এসে দেখেন শাটারের তালা ভাঙ্গা রয়েছে। এসময় দোকানের ভিতরে গিয়ে দেখেন সব মালামাল চুরি হয়েছে। বিষয়টি বাজারে জানাজানি হলে পাশর্^বর্তী হারিস ম্যানশনের মামনি টেলিকম ও মুতলিব ম্যানশনের স্নেহা টেলিকম নামের দু’টি দোকানের শাটারের তালা ভাঙ্গা পাওয়া গেলেও দোকান দু’টি থেকে মালামাল খোয়া যায়নি।
ফাহিমা টেলিকম এর মালিক সুন্দর আলী বলেন, সকালে বাজারের লোকজন জানান আমার দোকানের তালা ভাঙ্গা। এরপর দোকানে এসে দেখি প্রায় ১৭ লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে। আয়ান মোবাইল শপের মালিক জুনেদ আহমদ জিবু জানান, তার দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে। ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বলেন, মোবাইলের দোকান চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।